হোম > সারা দেশ > মেহেরপুর

মুজিবনগরের সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে দেওয়া নারী-পুরুষ। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা-পুলিশের হেফাজতে। আজ মঙ্গলবার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের ঠেলে দেওয়া হয়।

আটক হওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। তাঁদের দাবি তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

আটক কয়েকজন জানান, অবৈধভাবে তাঁরা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে তাঁদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। তাঁদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

মুজিবনগর থানার তদন্ত অফিসার জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ৩০ জনকে সীমান্তের কাঁটাতার পার করে দেয়। পরে বিজিবি তাঁদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গাংনীতে এবার খেজুরের রস বেশি পাওয়ায় খুশি গাছিরা

গাংনীতে একানী চাষে লাভের আশা করছেন ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক

‘তোদের দুনিয়া ছারা করব, তৈরি থাকিস’—মেহেরপুরে বিএনপি নেতা-কর্মীদের হুমকি

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম