হোম > সারা দেশ > মেহেরপুর

মুজিবনগর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি নারী-পুরুষকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে ৯ জন পুরুষ ও ৫ জন নারী পুশব্যাক হয়ে তাঁদের নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

এলাকাবাসী জানায়, রাত ৪টার দিকে সোনাপুর সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেয় বিএসএফ। এ সময় ৯ জন পুরুষ ও ৫ জন নারী ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ঢোকেন। তাঁরা হেঁটে সোনাপুর গ্রামে গিয়ে ভ্যানযোগে ভোরে মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে পৌঁছান।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা কাজের খোঁজে অনেক আগে ভারতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকের কাজ করার একপর্যায়ে তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। বেশ কিছুদিন হাজতবাসের পর গতরাতে তাঁদের সোনাপুর সীমান্তে এনে আঙুলের ছাপ নেয় বিএসএফ সদস্যরা। পরে কাঁটাতারের গেট খুলে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের বাড়ি খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘পুশব্যাকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিজিবির কাছে কোনো তথ্য আছে কিনা তাও আমার জানা নেই।’

তবে পুশব্যাকের বিষয়ে জানতে চাইলে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার খালেক বলেন, ‘আমাদের কাছে পুশব্যাকের কোনো তথ্য নেই।’

গ্রামে নেই গণভোটের প্রচার, জানে না সাধারণ মানুষ

মেহেরপুরে ৭.৫ ডিগ্রি তাপমাত্রা, কাঁপতে কাঁপতে স্কুলে যাচ্ছে শিশুরা

হলুদ গালিচায় ম-ম গন্ধে ভরা গাংনীর মাঠ

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত মেহেরপুরের জনজীবন, তাপমাত্রা ৮ ডিগ্রি

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

সরিষাখেতে ৮৫টি মৌ-বাক্স, এক সপ্তাহ পর শুরু হবে মধু সংগ্রহ

গাংনীতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম

গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গাংনীতে আমনের বাম্পার ফলন, ধান-বিচালির ভালো দামে খুশি চাষিরা

গাংনীতে সারের সংকট: কাঁদছেন চাষি, হাসছে সিন্ডিকেট