হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

দীপক দেবনাথ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দীপক দেবনাথ (২১) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস-সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বলড়া আমিন ব্রিকস-সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন। আহতরা হলেন—চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দিলীপ দেবনাথের ছেলে দীপক দেবনাথ (২১), বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের দেলোয়ারের ছেলে সিয়াম (১৯) ও জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪)। স্থানীয়রা উদ্ধার করে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক গুরুতর আহত দীপককে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দীপকের আত্মীয় রাজরা (লাউতা) গ্রামের সুব্রত জানান, এনজিওতে চাকরি হয়েছিল দীপকের। ফিল্ডে কাজ করবে, তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। শুক্রবার সন্ধ্যায় ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিলেন দীপক। বিপরীত দিক থেকে দ্রুতগতির মোটরসাইকেল এসে আঘাত করলে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি