হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

দীপক দেবনাথ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দীপক দেবনাথ (২১) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের বলড়া ইউনিয়নের আমিন ব্রিকস-সংলগ্ন পিপুলিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বলড়া আমিন ব্রিকস-সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হন। আহতরা হলেন—চালা ইউনিয়নের রাজরা (লাউতা) গ্রামের দিলীপ দেবনাথের ছেলে দীপক দেবনাথ (২১), বলড়া ইউনিয়নের আদাসুরি গ্রামের দেলোয়ারের ছেলে সিয়াম (১৯) ও জলিলের ছেলে আব্দুল্লাহ (২৪)। স্থানীয়রা উদ্ধার করে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক গুরুতর আহত দীপককে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে রেফার করেন। পরে সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দীপকের আত্মীয় রাজরা (লাউতা) গ্রামের সুব্রত জানান, এনজিওতে চাকরি হয়েছিল দীপকের। ফিল্ডে কাজ করবে, তাই কয়েক মাস আগে মোটরসাইকেল চালানো শিখেছে। শুক্রবার সন্ধ্যায় ৮০ সিসির ছোট মোটরসাইকেল চালিয়ে বলড়া যাচ্ছিলেন দীপক। বিপরীত দিক থেকে দ্রুতগতির মোটরসাইকেল এসে আঘাত করলে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম