হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মার চরাঞ্চল থেকে রাসেলস ভাইপার উদ্ধার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জালে আটকা পড়া রাসেলস ভাইপার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়ন থেকে একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৬ জুলাই) সকালে চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়নের বালিয়াঘোপা গ্রামসংলগ্ন পদ্মায় জেলের জালে আটকে পড়ে সাপটি।

পরে সুতালড়ি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সোহেল বিশ্বাসকে জানালে আজ দুপুরে চরাঞ্চল থেকে সাপটি আন্ধারমানিক পদ্মাপাড় ট্রলারঘাটে নিয়ে আসেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি ও স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়াকে বিষয়টি জানানো হয়। বিকেলে সৈয়দা অনন্যাসহ কয়েকজন সাপটি উদ্ধার করতে আসেন।

সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘বন বিভাগের সঙ্গে কথা বলে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া বলেন, ‘রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন হওয়ায় কামড় দিলে মানুষের মাংস পচে যায়। রাসেলস ভাইপার কয়েক বছর আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে দেখা গেছে। তবে সম্প্রতি পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও বিস্তার লাভ করেছে। সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই সবচেয়ে কার্যকর পথ।’

রাসেলস ভাইপার উদ্ধারের পর স্থানীয়রা সাপটি দেখতে ভিড় করেন। ছবি: সংগৃহীত

রাসেলস ভাইপারের প্রজনন সম্পর্কে তিনি বলেন, ‘অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে রাসেলস ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়।’

বন অধিদপ্তরের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র বিশ্বাস জানান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেনম সেন্টারে গবেষণায় উদ্ধারকৃত রাসেলস ভাইপার নেওয়া হয়।

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি