হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে মদ খেয়ে থানায় ঢুকে পুলিশকে গালি, ২ যুবদল নেতা গ্রেপ্তার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

গ্রেপ্তার যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম

মানিকগঞ্জের সিঙ্গাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালিগালাজ করার অভিযোগে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত ৯টার দিকে থানা চত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিঙ্গাইর পৌর যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)। শফিকুল ইসলাম জীবন সরকার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং শফিকুল ইসলাম একই গ্রামের আব্দুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানার পুলিশ। রাত ৯টার দিকে ওই দুই নেতাসহ ১০-১২ জন থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামি ছাড়তে বলেন। এ সময় যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালি দিতে থাকেন। পরে পুলিশ মদ্যপ অবস্থায় ওই দুই নেতাকে আটক করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় এসে এজাহারভুক্ত গ্রেপ্তার এক আসামিকে ছাড়তে বলেন। ওই রাতে পুলিশ সদস্যদের গালি দিতে থাকেন। এ ঘটনায় গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়। আজ দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনা তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যুবদলের ওই দুই নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ