হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় বিলীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। তীরের অব্যাহত ভাঙনের ফলে গতকাল শনিবার বিকেলে ভবনটি নদীতে ধসে যায়।

আজ রোববার স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁচামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, কয়েক দিন ধরে যমুনা নদীর তীর ভাঙন তীব্র হয়েছে। ভাঙনের মুখে পড়ে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীতে দেবে যায়। পরে গতকাল দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভবনের ভেতর থাকা চেয়ার, টেবিলসহ কিছু আসবাব বাইরে বের করা গেলেও অন্য কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীকে পাঠিয়েছিলাম। কিন্তু শনিবার দিন জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।’

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি