হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, পিবিআইকে তদন্তের আদেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা আজ মঙ্গলবার মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত অভিযোগ তদন্তের জন্য পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) আদেশ দিয়েছেন।

এদিকে সাটুরিয়া থানা-পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ তুলেছে শিশুটির পরিবার। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

শিশুর মা বলেন, ‘আমার মেয়েকে গত ১৭ জুন জাকির হোসেন (১৮) নামের এক যুবক ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ কারণে আমার মেয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেয়ে গত রোববার আমাদের কাছে ধর্ষণের ঘটনাটি জানায়।’

মেয়েটির মা আরও বলেন, ‘মুমূর্ষু অবস্থায় আমার মেয়েকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ওই দিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি।’

শিশুর মা বলেন, ‘ঘটনার জানার পর সোমবার সাটুরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে এক আত্মীয়ের সহায়তায় মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি।’

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির বলেন, ‘মেয়েটির মা ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তা পিবিআইকে তদন্ত করতে আদেশ দিয়েছেন।’

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের গাইনি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রুমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। সে অনুযায়ী তাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।’

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করতে এসেছিলেন। তাঁদের লিখিত অভিযোগ করতে বলা হয়। কিন্তু পরে আর তাঁরা কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।’

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার

স্কুলবাসে আগুন দিয়ে চালক হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

সিংগাইরে ইসলামী ব্যাংকে আগুন, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি