হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় গোসলে নেমে ২ দিন ধরে নিখোঁজ অন্তঃসত্ত্বা নারী ও শিশু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

যমুনা নদীর পাড়ে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ব্যক্তিরা হলো দৌলতপুর উপজেলার বাচামারা পূর্ব পাড়া গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন (২০) ও মো. রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন (১০)। জানা গেছে, বর্ষা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গতকাল বুধবার বেলা ২টার দিকে বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুছ আলী সেকের বাড়ির পেছনের যমুনা নদীতে একই পাড়ার ছয়জন নারী ও এক শিশু গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সবাই ভেসে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বর্ষা ও লামিয়া নিখোঁজ থাকে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে শিবালয়ের আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। তবে নদীতে প্রবল স্রোত ও অন্ধকার নেমে আসায় অভিযান স্থগিত করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে বর্ষা ও লামিয়া নিখোঁজ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলকে সহায়তা করছে।

আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, গতকাল সন্ধ্যায় অভিযান বন্ধ করার পর আজ সকাল ১০টা থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু