হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আজগর আলী। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। হত্যার এ ঘটনায় অভিযুক্ত মো. আল-আমিন (৪২) পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তির স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজগর আলীর নাতনি একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। শিশুটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে আল-আমিন উত্ত্যক্ত করে আসছেন। এ নিয়ে মেয়েটির স্বজনেরা বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। পরে গত সোমবার আজগর আলী থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল পুলিশ অভিযোগ তদন্ত করার পর মামলা হিসেবে নথিভুক্ত করে। এ ঘটনায় ক্ষিপ্ত হন আল-আমিন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আল-আমিন ৪-৫টি মোটরসাইকেলে করে সহযোগীদের নিয়ে আজগর আলীর চায়ের দোকানে যান। এ সময় তাঁরা তাঁকে দোকান থেকে টেনে বাইরে বের করে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। হামলাকারীরা চলে গেলে স্বজন ও প্রতিবেশীরা আজগর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানান, আজগর আলী আগেই মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা আবুল কালামসহ একাধিক ব্যক্তির অভিযোগ, হত্যার ঘটনায় অভিযুক্ত আল-আমিন এলাকায় মাদক সেবন, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হত্যার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত আল-আমিন ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু