হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় গরুর হাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটের হাসিল বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটের হাসিল বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা। রোববার সকাল ৭টার দিকে হরগজ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক হাট হিসেবে প্রতি রোববার বসে এই গোহাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসায়ীরা এখানে আসেন। তবে সম্প্রতি প্রতি গরুতে হাসিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করায় অসন্তোষ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে।

প্রতিবাদ সভায় হরগজ ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘হাটের সুনাম ধরে রাখতে হাসিল ১৫০ টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।’

ডিশ ব্যবসায়ী মো. শহিদুল বলেন, ‘হঠাৎ করেই প্রতি গরুতে ১০০ টাকা করে বাড়িয়ে ৩০০ টাকা হাসিল করা হয়েছে, যা অযৌক্তিক। এতে হাটে গরু কম আসছে।’

নোয়াখালী থেকে আসা গরু ব্যবসায়ী ইদ্রিস আলী ব্যাপারী বলেন, ‘কম হাসিল হওয়ায় এই হাটে আসতাম। এখন যদি ৩০০ টাকা করতে হয়, তাহলে আর আসা যাবে না।’

এ বিষয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাট পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ বজলুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ৩০০ টাকা নির্ধারণ করা হলেও পরিচালনা পরিষদের সিদ্ধান্তে পুনরায় তা ২০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। এটি আজ রোববার থেকেই কার্যকর করা হচ্ছে।’

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ