হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে মারধর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ভ্যানচালক শহিদুল শেখকে (৪০) মারধর করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচোরি গ্রামে এই হামলা চালানো হয়। বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত শহিদুল শেখ কোলচোরি গ্রামের শাজাহান শেখের ছেলে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান সরদারের সমর্থক শহিদুল শেখ রাত সাড়ে ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হন। এ সময় নির্বাচনে বিজয়ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীনের কর্মী আনু শেখ লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলার শিকার শহিদুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তাঁকে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

আহত শহিদুল শেখ বলেন, ‘আমাকে আনু শেখ ও তাঁর লোকজন হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

এদিকে অভিযুক্ত আনু শেখ একই গ্রামের মালেক শেখের ছেলে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্যানচালকের ওপর হামলার ঘটনা লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২১ মে কালকিনিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন ৩৬ হাজার ১৯০ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট।

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান