হোম > সারা দেশ > মাদারীপুর

১৩০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের বাসিন্দা রাজীব বাড়ৈ। বাবা নিখিল বাড়ৈ পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি খুব পরিশ্রম করে তিন ছেলেমেয়েকে বড় করেছেন। তিন ভাইবোনের মধ্যে সবার ছোট রাজীব। মাত্র ১৩০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন রাজীব। কোনো প্রকার অর্থ লেনদেন ছাড়াই চাকরি পেয়ে খুশিতে আপ্লুত রাজীব।

জানা যায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে মাদারীপুর পুলিশ লাইনের ড্রিল শেডে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

চাকরি পাওয়া রাজীব বাড়ৈ বলেন, ‘আমার বাবা একজন সামান্য কাঠমিস্ত্রি। তিনি অনেক পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছেন। কখনো স্বপ্নেও ভাবিনি ১৩০ টাকায় চাকরি পাব। আমি আমার যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। এর জন্য আমি মাদারীপুর পুলিশ সুপারসহ জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।’ 

চাকরি পাওয়া অপরজন বলেন, ‘শুনছি পুলিশের চাকরি পেতে টাকা-পয়সা খরচ হয়। কিন্তু এবার আমাদের ভর্তি ফরম-সংক্রান্ত খরচ ছাড়া আর কোনো খরচ হয়নি। কাউকে কোনো ঘুষও দিতে হয়নি। নিজের যোগ্যতায় আর জেলা পুলিশের চৌকস টিমের কারণে চাকরিতে ঢুকতে পেরেছি। এভাবে প্রতিটি মানুষের চাকরি হলে ঘুষ বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে।’ 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) বলেন, সরকার ঘোষিত ২০২২ সালের পুলিশে নিয়োগ মাদারীপুর জেলায় ৩৩টি পদের বিপরীতে ১ হাজার ১২৪ জন চাকরিপ্রত্যাশীকে নিয়ে গত মার্চ মাসের ২৭ তারিখে এই যাত্রা শুরু হয়। পরে এপ্রিল মাসের ৮ তারিখে লিখিত ও ২০ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে মেধাতালিকা অনুযায়ী বিভিন্ন কোঠা বিভাজন করে ২৮ জন পুরুষ ও ৫ নারীকে মনোনীত করা হয়। এ ছাড়া আরও ৭ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। 

পুলিশ সুপার আরও বলেন, ‘গত বছরের ন্যায় এবারও শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্যে এই ট্রেনিং রিক্রুট প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সবাই সবার যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন। চাকরির ক্ষেত্রে প্রতিটি জায়গায় আমরা যদি এভাবে বাছাই প্রক্রিয়া করতে পারি, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের লক্ষ্য অর্জন এবং কাজ করার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা পাওয়া সম্ভব।’ 

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত