হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে আগাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাটের আবাদ, কম ফলনের আশঙ্কা 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমাল ও আগাম বৃষ্টির কারণে মাদারীপুরের শিবচরে পাটের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন কম হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। তবে খেতে-জলাশয়ে আগাম পানি ওঠায় পাট জাগ দিতে সুবিধা হচ্ছে। 

সরেজমিনে জানা গেছে, শিবচর উপজেলার বহেরাতলা, বাঁশকান্দি, কুতুবপুর, কাদিরপুর, নিলখী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পাটের আবাদ করেছেন কৃষকেরা। এ বছর পাটখেতে বন্যার পানি আগাম প্রবেশ করায় পাট কাটতে হচ্ছে কৃষকের। কোনো কোনো খেতের পাট এখনো পরিণত পর্যায়ে আসেনি। খেতে পানি ওঠায় পাট কেটে জাগ দিতে হচ্ছে তাঁদের। 

আগাম পাট কাটায় ‘ভালো’ আঁশ পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। তবে পানি আগেভাগেই খেতসহ খাল-বিলে প্রবেশ করায় পাট জাগ দিতে সমস্যা হচ্ছে না তাঁদের।

কৃষকেরা জানান, গত বছর পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। জমি থেকে দূরের স্থানে নিয়ে পাট জাগ দিতে হয়েছে। এতে খরচ বেড়ে যায়। তবে এবার পাট কেটে খেত ও সংলগ্ন খাল-বিলেই জাগ দিতে পারছেন কৃষকেরা। ফলে পরিবহন খরচ লাগছে না। বাজারদর ঠিক থাকলে লাভের আশা করছেন কৃষকেরা। 

শিবচরের উৎরাইল হাট, চান্দেরচর হাট ও মাদবরেরচর হাটসহ বিভিন্ন হাটে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে পাটের বাজারদর রয়েছে মণ প্রতি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। গতকাল মঙ্গলবার উৎরাইল হাটে মান অনুযায়ী ৩ হাজার ২০০ টাকা মণ পর্যন্ত পাট বিক্রি হয়েছে। বেশি দাম পাওয়ার আশায় অনেক চাষি নিজেদের ঘরে পাট মজুত করেছেন। 

উৎরাইল এলাকার কৃষক মো. আচমত আলী বলেন, ‘দাম কম হলে বাজারে বিক্রি না করে অনেক ফসলই আমরা রেখে দিই। পাটও রাখা হয়। এ বছর এখন পর্যন্ত ৩ হাজার ২০০ টাকায় মণ বিক্রি হচ্ছে পাট। আমার খেতের পাট এখনো ওঠেনি। জাগ দেওয়া হয়েছে। আশা করি ভালো দাম পাওয়া যাবে। তবে পাটের ফলন কিছুটা কম হয়েছে। গত ঝড়ে পাটখেতে ক্ষতি হয়েছে।’ 

শিবচর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার শিবচর উপজেলায় মোট ১৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে পাটের আবাদ করেছেন কৃষকেরা। গত বছর যেখানে ছিল ১৩ হাজার ৭০০ হেক্টর। এ বছর ৬০ হেক্টর জমিতে আবাদ বেড়েছে। শিবচরে বেশ কয়েকটি জাতের পাট চাষ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে জিআরও, ও-৯৮৯৭, বিজেআরআই তোষা পাট ও মেস্তা পাট। 

এ বছর শিবচর উপজেলায় ৫২৫ হেক্টর জমিতে মেস্তাপাটের চাষ করা হয়েছে। উপজেলার মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। গত ঘূর্ণিঝড় রিমালে বেশির ভাগ জমির পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আবাদ বেশি হলেও ফলন কিছুটা কম হওয়ার আশঙ্কা করছে উপজেলা কৃষি কার্যালয়। 

স্থানীয় ব্যবসায়ী মো. সোহাগ হাওলাদার বলেন, ‘গত সপ্তাহে সর্বোচ্চ ৩ হাজার ২০০ টাকা মণ দরে পাট কিনেছি।’ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারীপুরের উপপরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, ‘এবার পাটচাষিদের জন্য একটি বড় সুবিধা হচ্ছে আগাম বৃষ্টিপাত। এর ফলে চাষিরা পাট কেটে খেতের পাশেই জাগ দিতে পারছে। তাতে পরিবহন খরচ হচ্ছে না। তা ছাড়া খেতে পানি থাকায় ওই জমিতেই পাট কেটে আবার রোপা আমন লাগাচ্ছেন চাষিরা।’ 

সন্তোষ চন্দ্র আরও বলেন, ‘আগাম বৃষ্টিপাতের কারণে জমিতে পানি থাকায় পাট কিছুটা আগেই কেটে ফেলা হচ্ছে। যে পাট এক মাস পরে কাটা হতো তা আগেই কাটা হচ্ছে। এতে ফলন কিছুটা কম হতে পারে। তা ছাড়া ঘূর্ণিঝড় রিমালেও কিছুটা ক্ষতি হয়েছে।’

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা