হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে স্কুলব্যাগে ভরে ককটেল নিয়ে যাওয়ার সময় যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে স্কুলব্যাগে করে ককটেল নিয়ে যাওয়ার সময় নাসির কাজী (২৬) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে আটক করা হয় তাঁকে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক নাসির কাজী কুমিল্লা জেলার বাচ্চু কাজীর ছেলে। 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল নিয়ে একজন আসছেন। সেখানে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালালে স্কুলব্যাগে ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসির কাজীকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা-পুলিশও অংশ নেয়। 

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি, আটক নাসির দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতেন। তবে স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখন বলা সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদের খবর দেওয়া হয়েছে। পরে এগুলো নিষ্ক্রিয় করা হবে।’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ