হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কুকরাইল এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ সোমবার বিকেল ৪টায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁরা দালাল চক্রের সদস্য। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মনদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮) ও কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। সেবাপ্রত্যাশীরা বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয় ও পাসপোর্ট জমার স্লিপ জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সয়োরার রাব্বিকে খবর দেওয়া হয়। দোষ প্রমাণ না হওয়ায় আটক তানভীর মাহমুদকে ছেড়ে দেওয়া হয়।’

মাদারীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সরোয়ার রাব্বি জানান, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহককে হয়রানির অভিযোগে আটক চার দালালকে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৬ ধারায় এক মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত