হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কুকরাইল এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজ সোমবার বিকেল ৪টায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় চারজনকে আটক করা হয়। তাঁরা দালাল চক্রের সদস্য। তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর পৌরসভার গোলাবাড়ি এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মনদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮) ও কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)।

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। সেবাপ্রত্যাশীরা বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয় ও পাসপোর্ট জমার স্লিপ জব্দ করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সয়োরার রাব্বিকে খবর দেওয়া হয়। দোষ প্রমাণ না হওয়ায় আটক তানভীর মাহমুদকে ছেড়ে দেওয়া হয়।’

মাদারীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সরোয়ার রাব্বি জানান, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহককে হয়রানির অভিযোগে আটক চার দালালকে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৬ ধারায় এক মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩