হোম > সারা দেশ > মাদারীপুর

ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বারাদী গ্রামের তহুরুল শেখ (৩১), গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের কৌশিক হীরা (৩৮), মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনিমেষ গাইন (৩১) ও একই গ্রামের দেবাশীষ মন্ডল (৩১)।

আজ বুধবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আরও জানান, একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈরের সুতারকান্দি একটি আম বাগানে অভিযানে যায় রাজৈর থানা–পুলিশের একটি দল। পরে সেখান থেকে দেবাশীষ মন্ডল, অনিমেষ গাইন, কৌশিক হীরা ও তহুরুল শেখ নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাঁদের জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে দুটি বড় রাম দা, ছোড়া, ঘরভাঙ্গার সরঞ্জাম, গ্রিল ও লোহার গেট ভাঙ্গা মেশিন জব্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলাও আছে।

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩