মাদারীপুরের শিবচরে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দিনমজুর দাদন চোকদারকে হত্যা মামলার আরও ২ কিশোর আসামি গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেলে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রায় ১ বছর পলাতক ছিল। গতকাল রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। দাদন চোকদার উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দাদন চোকদার (৪৫) হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর মামলার আসামিরা দেশের বিভিন্ন স্থানে পলাতক রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে দাদন চোকদারের হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা মনে হয়েছে। বেশ কয়েক জন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। র্যাব আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা গতকাল সন্ধ্যার দিকে আসামিদের শিবচর থানায় সোপর্দ করেছে। বর্তমানে মামলাটি সিআইডির হাতে রয়েছে।’