হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে রাতের অন্ধকারে গৃহবধূকে পিটিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে রাতের অন্ধকারে একা পেয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয় ওই গৃহবধূর স্বামী থানায় অভিযোগ করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের নান্নু ফকিরের সঙ্গে একই এলাকার পান্নু ফকিরের বাড়ির জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জেরে পান্নু ফকিরের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে নান্নু ফকিরের স্ত্রী শিমা বেগমকে খালি রাতের আঁধারে পিটিয়ে জখম করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে নান্নু ফকির কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। 
 
ভুক্তভোগীর স্বামী নান্নু ফকির বলেন, ‘বিনা অপরাধে আমার স্ত্রীকে পান্নু ও তাঁর লোকজন পিটিয়ে আহত করেছে। আমি সঠিক বিচার চাই।’ 
 
তবে অভিযুক্ত পান্নু ফকির ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমার ওপর হামলা করেছে নান্নু ফকির। আমি কাউকে হামলা করিনি।’ 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’  

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ