মাদারীপুরের রাজৈর বাজার রোড এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানার পুলিশ। আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সকালে রাজৈর বাজার রোডে রাজৈর উপজেলার বিপরীতের খালে স্থানীয়রা একটি মরদেহ ভেসে উঠতে দেখে রাজৈর থানার পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে আসল ঘটনা জানা যাবে।’
অফিসার ইনচার্জ আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ওই যুবক পাগল। তার জ্যাকেটের পকেটে পেঁয়াজ ও কিছু খাবার পেয়েছি।’