হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

গ্রেপ্তার আতিকুর রহমান মাদবর। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুতুবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আতিকুর রহমান মাদবর (৫০)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংঘটিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।’

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাঁকে শিবচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের