মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে রাজৈর-কোটালীপাড়া সড়কের উপজেলার সেনখালী ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম অধির রায় (৩২)। তিনি উপজেলার কদমবাড়ী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সনিল রায়ের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন অধির। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।