মাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকাসংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এনায়েত শেখ শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে। তিনি ১০ দিন আগে নিখোঁজ হয়েছিলেন।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে নদীসংলগ্ন স্থানীয়রা দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নদীর মাঝখানে কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এর আগে গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে না জানিয়েই ঘর থেকে বের হয়ে যান এনায়েত। এরপর আর বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি করে তাঁর পরিবার। একপর্যায়ে না পেয়ে গত ৫ জুলাই এনায়েতের বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১০ দিন পর শনিবার রাতে নদীর কচুরিপানার মধ্য থেকে তার মরদেহটি উদ্ধার হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজহার আলী বলেন, ‘খবর পেয়ে রাত ১২টার দিকে আমরা মরদেহটি উদ্ধার করি। তার পরিবারের লোকজন মরদেহটি শনাক্ত করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’