হোম > সারা দেশ > মাদারীপুর

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারতরী নামে একটি যাত্রীবাহী পরিবহন বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে আসা বরগুনাগামী দক্ষিণ বাংলা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এই ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

এই সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। 

বাসের যাত্রী মোহাম্মদ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।’ 

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা ছাড়া বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। 

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তা ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ