হোম > সারা দেশ > মাদারীপুর

অবৈধভাবে বালু তোলায় কালকিনিতে ৩ জনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

আড়িয়াল খা নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে মাদারীপুরের কালকিনিতে জাহাঙ্গীর হোসেন (৩০), মো. রাজিব হোসেন (৩২) ও রিয়াজ হাওলাদার (৩০) নামে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছেন। এ খবর পেয়ে বাশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানে যান কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন। 

দুই ঘণ্টা অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন, মো. রাজিব হোসেন ও রিয়াজ হাওলাদার নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক তিনজনের বাড়ি বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। 

কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে বালু ব্যবসায়ীদের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন বালু ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।’

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত