হোম > সারা দেশ > মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি

দুই বাসের সংঘর্ষে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যানজট সৃষ্টি হয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার বড়ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহণের একটি বাস এবং বরিশালগামী সুগন্ধা পরিবহণের বাস রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনাকবলিত দুই বাস। ছবি: আজকের পত্রিকা

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) আরজ আলী বলেন, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা