হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে বাসের ধাক্কায় নছিমন উল্টে চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

নসিমন গাড়ি। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে বাসের ধাক্কায় নছিমন উল্টে চালক ইন্দ্রজিৎ ভদ্র (৪০) মারা গেছেন। এ ছাড়া নছিমনে থাকা শুভ বিশ্বাস (২১) নামের আরও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে যাত্রীবাহী বাস, নছিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক ইন্দ্রজিৎ ভদ্র মারা যান।

জানা গেছে, নছিমন নিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ ভদ্র ও শুভ বিশ্বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কালীবাড়ি মোড় এলাকায় এলে বরিশালগামী ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় নছিমনটি ছিটকে গিয়ে ওই স্থানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা লাগে। এতে নছিমনের চালক ইন্দ্রজিৎ ও তাঁর সঙ্গে থাকা শুভ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন। শুভকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, দুজনকে আহত অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন। তবে বাসটিকে পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদারীপুরে হাইওয়ে পুলিশের অভিযান, ১২ ইজিবাইক জব্দ

মাদারীপুরে অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত বেড়ে ৭

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

মাদারীপুরে বিদ্যুতের ৩৩ কেভির খুঁটির যন্ত্রাংশ চুরি

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০