হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে আজ শুক্রবার ১২ ঘণ্টা কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। জেলায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবারও সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় আজ শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যদের টহল বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে মাদারীপুর শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা তাণ্ডব চালায়। এ সময় সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাতে ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। জনগণের জানমাল রক্ষায় কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে মাদারীপুরে গত শনিবার থেকে শুরু হয় কারফিউ।

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান