হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে সড়কে গাড়িচাপায় নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে মালঞ্চ বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সংযোগ সড়কের মাদবরচর ইউনিয়নের মোল্লারবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ভোরের দিকে রাস্তা পার হতে গেলে কোনো গাড়ি চাপা দিলে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত মালঞ্চ বেগম উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ান কান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। রাস্তা পার হতে গিয়ে কোনো পরিবহন তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কোন পরিবহন বা গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটেছে, তা জানা সম্ভব হয়নি। সড়কের ওপর নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে জানালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, সকালে সড়কের ওপর থেকে দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেন। রাস্তা পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩