হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে মেয়ের বাড়ি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে মেয়ের বাড়ি থেকে হাকিম মাতুব্বর (৮৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১০ মে) সকালে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাকিম মাতুব্বরের বাড়ি ফরিদপুরের সদরপুর এলাকার চর নাছিরপুরে। নদী ভাঙনের পর সেখান থেকে স্ত্রীকে গত তিন বছর ধরে মেয়ে ফাহিমার বাড়িতে থাকতেন। গত ২৪ এপ্রিল নিজ এলাকা সদরপুরের নাজির মামুদহাজীর কান্দিতে দুই ছেলে লাক্ষু মাতুব্বর ও বাবুল মাতুব্বরের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে মেয়ের বাড়ি শিবচরের বন্দরখোলার উদ্দেশ্যে রওনা দেন। আজ বুধবার ভোরে মেয়ে ফাহিমা বেগমের বাড়ির পাশের একটি গোয়াল ঘরে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁকে পরে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ নিয়ে নিহতের মেয়ে ফাহিমা বেগম বলেন, ‘বাবা আমাদের বাড়িতেই ঘর উঠিয়ে গত ৩ বছর ধরে থাকছেন। ঈদের তিন দিন পর বাবা আমার ভাইদের বাড়ি বেড়াতে যান। কিন্তু আজ সকালে আমার ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে পায় আব্বা গলায় রশি দিয়ে ঝুলে মাটিতে হামাগুড়ি অবস্থায় পরে আছে।’

নিহতের বড় ছেলে লাক্ষু বলেন, ‘আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকত। ঈদের পর আমাদের বাড়ি এসেছিল। গতকাল সকালে আমাদের বাড়ি থেকে চলে এসেছিলেন। আমি আজ মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনি আব্বা মারা গেছে।’

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ