হোম > সারা দেশ > মাদারীপুর

দক্ষিণ আফ্রিকায় গুলিতে শিবচরের যুবকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম শাহজালাল (৩৫)। তাঁর বাড়ি মাদারীপুর জেলার শিবচরে। গতকাল বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে এ খবর স্বজনদের বাড়িতে পৌঁছায়। 

শাহজালাল জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি এলাকার সোনামিয়া মাদবরের ছেলে। 

জীবিকার তাগিদে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে যান শাহজালাল। সেখানে তিনি একটি দোকান দেন। ওই দোকানে গতকাল রাত ৮টার দিকে সন্ত্রাসীরা এসে চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গুলি করে হত্যা করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে আজ সকালে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। 

তাঁর চাচাতো ভাই সামাদ মাদবর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বরিশাল এলাকার গোপাল নামের এক ব্যক্তি ওই দোকানে আমার ভাইয়ের সঙ্গে কাজ করেন। তিনি ঘটনার সময় দোকানে ছিলেন না। তিনি আশপাশের লোকজনদের থেকে শুনে আজ সকালে আমাদের জানিয়েছেন। এ মৃত্যু মেনে নেওয়া যায় না।’ 

নিহতের মা সুরিয়া বেগম বলেন, ‘আমার বাবারে দেড় মাস আগে বিয়ে করিয়েছি। মোবাইলে কাবিন করিয়েছি। কয়দিন পর বাবায় বাড়ি আইব। বাড়িতে আমার বউমাকে আনব। আর কিছুই হইল না। আমার বাবার লাশটা দ্রুত আনার ব্যবস্থা করেন।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। মৃতদেহ দেশে আনতে যদি কোনো সহায়তা দরকার হয় তাহলে আমরা সেটা করব।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল আলম বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ