হোম > সারা দেশ > মাদারীপুর

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে বাবলুর রহমান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে শিবচর উপজেলার মোল্লার বাজারসংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে বাসটির এসিতে ত্রুটি দেখা দিলে চালক এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার এলাকায় বাস থামান। তখন অনেক যাত্রী বাস থেকে নেমে বাইরে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাবলুর রহমান গুরুতর আহত হন। পরে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল স্থানীয়দের বরাতে জানান, নিহত বাবলুর রহমান সৌদি আরবপ্রবাসী ছিলেন। সকালে তার ফ্লাইট ছিল। তিনি ঢাকা হয়ে সৌদি আরবে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

এসআই তমাল আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি