হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে মো. সোহাগ তালুকদার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে।

নিহত সোহাগ তালুকদার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের সামচুল হক তালুকদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের নিহত সোহাগ তালুকদারের পিতা সামচুল হক তালুকদারের সঙ্গে একই গ্রামের আবদুল হাই মোল্লার ছেলে কামালউদ্দিন ওরফে আহাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে ভোরে ধান রোপণ করতে যান সোহাগ। এ সময় তাঁকে ধান রোপণ করতে বাঁধা দেন আহাদ। এতে সোহাগ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে আহাদের ওপর হামলার চেষ্টা। পরে আহাদ বন্দুক দিয়ে সোহাগকে গুলি করে। আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যায় সে।

এদিকে এ হত্যার ঘটনায় নিহতের বাবা সামচুল হক তালুকদার বাদী হয়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিন মোল্লা, আহাদসহ পাঁচজনকে আসামি করে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে এবং আহাদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত