হোম > সারা দেশ > মাদারীপুর

আড়িয়াল খাঁ নদে ড্রেজারে বাল্কহেডের ধাক্কা, ৩ শ্রমিকের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে একটি ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা (২২), রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল (২১) এবং ভোলা জেলার দুবলারহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫)। নিহতেরা বাল্কহেড থেকে ড্রেজার দ্বারা বালু আনলোড কাজের শ্রমিক ছিলেন। 

স্থানীয়রা জানান, আড়িয়াল খাঁ নদের খননকাজের বালু বাল্কহেড থেকে নদের পাড়ে আনলোড করার কাজে ব্যবহৃত হতো নারায়ণগঞ্জের মেঘনা এলাকার সিরাজুল ইসলামের মালিকানাধীন ড্রেজারটি। আজ বেলা ২টার দিকে বালুবোঝাই একটি বাল্কহেড নদের পাড়ে নোঙর করে রাখা ড্রেজারটিতে ধাক্কা দিলে এটি ডুবে যায়। এ সময় ড্রেজারটিতে পাঁচজন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে নিহত তিনজন ড্রেজারের কেবিন রুমে ঘুমিয়ে ছিলেন। 

স্থানীয় বাসিন্দা মো. শহিদ বলেন, ‘অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্ন স্থান থেকে খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট ড্রেজার দিয়ে আনলোড করে। আজ বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি নদীর পাড়েই ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ড্রেজারের কেবিন থেকে তিনজনকে মৃত অবস্থায় বের করেন অন্য শ্রমিক ও স্থানীয়রা।’ 

উপজেলার কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ড্রেজারটিতে তিন শ্রমিক আটকা পড়েছিলেন। স্থানীয় ডুবুরিদের মাধ্যমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ