হোম > সারা দেশ > মাদারীপুর

৪ দিন পর উদ্ধার হলো অপহৃত ইতালীপ্রবাসী কিশোরী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে অপহৃত ইতালিপ্রবাসী কিশোরীকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা আজ শনিবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। 

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুর শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। 

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালই। থানায় অপহরণের মামলা হলে আমরা দুজন আসামিকেও গ্রেপ্তার করি। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃত কিশোরীর অবস্থান জানতে পারি। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। তবে ঘটনাস্থলে অপহরণকারীর কাউকে পাওয়া যায়নি। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপহৃত কিশোরীর পরিবারের বরাতে ওসি আরও বলেন, ‘গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনে থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নোভা নামের কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপর আর সন্ধান মেলেনি নোভার। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছে নোভার পরিবার। অপহরণ মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে মাদারীপুর আদালতে পাঠিয়েছে।’ 

উল্লেখ্য, নিকটাত্মীয় মারা যাওয়ায় আট বছর পর ইতালি থেকে মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল ১৫ বছর বয়সী কিশোরী নোভা।

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের