হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে হাসপাতালে একাধিক দম্পতি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর শহরের পৌরসভার বটতলা এলাকার সড়কের পাশ থেকে এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। শিশুটিকে দত্তক নিতে বেশ কিছু দম্পতি হাসপাতালে জড়ো হয়েছেন।

আজ রোববার সকালে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ। 

পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর শহরের পৌরসভার বটতলা এলাকার কনফেকশনারি দোকানি অলিউর রহমান প্রতিদিনের মতো সকালে দোকানের চারপাশ পরিষ্কার করতে যান। এ সময় সড়কের পাশে কম্বলে প্যাঁচানো অবস্থায় নবজাতককে দেখতে পেয়ে মাদারীপুর পৌরসভার কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে পৌরসভার কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে নবজাতকে উদ্ধার করে। পরে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী অলিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিদিনের মতো দোকানের আশপাশে পরিষ্কার করতে গেলে শিশুটিকে দেখতে পেয়ে প্রথমে চমকে উঠি। পরে পৌরসভায় খবর দিই। তাদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটের মেডিকেল অফিসার নাইমা ফেরদৌস শান্তা আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকের ওজন অনেক কম। তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ 

এ দিকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে অনেক দম্পতি দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন। তবে নবজাতক পুরোপুরি সুস্থ হওয়ার পর সব ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মাদারীপুর শহরের কালীবাড়ি এলাকার এক দম্পতি নবজাতককে দত্তক নিতে হাসপাতালে যান। সেখানে তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কোনো সন্তান নেই। তাই আমরা সব আইন মেনে এই নবজাতককে দত্তক নিতে চাই।’

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আশপাশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি শহরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শিশুটি সুস্থ হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক রহিম খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আগে শিশুটির সুস্থতা প্রয়োজন। শিশুটি সুস্থ হলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা