হোম > সারা দেশ > মাদারীপুর

সড়কের দুই পাশের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের টেকেরহাট গরু হাট থেকে সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস পর্যন্ত প্রায় অর্ধশত দোকানঘর উচ্ছেদ করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সড়কের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে গত গত মঙ্গলবার রাজৈর পৌরসভা থেকে নোটিশ দিয়ে মাইকিং করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা কর্তৃপক্ষ ভেকু নিয়ে উচ্ছেদ অভিযানে আসে। এ সময় কয়েকটি স্থাপনা ভাঙা হলে তড়িঘড়ি করে মালামালসহ বাকি স্থাপনাগুলো সরিয়ে নেন দোকানিরা।

সড়কে যানজট নিরসনের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাদারীপুরের রাজৈর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্দেশনা আছে সরকারি জায়গায় ও হাটের আশপাশে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তাই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দুই দিনের সময় দেওয়া হয়েছিল।’

কামরুজ্জামান আরও বলেন, ‘দুদিন অতিবাহিত হওয়ার পরে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। তবে দোকানিরা তাদের স্থাপনাগুলো আগেই সরিয়ে নিয়েছে। আমরা মাত্র কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছি। রাজৈর পৌর এলাকার মধ্যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত