হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে সাপের ছোবলে প্রাণ গেল শিশুর 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে সাপের ছোবলে রাফিয়া খান নামের দেড় বছর বয়সি এক শিশু মারা গেছে। গতকাল সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। গতকাল রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার এলাকার গুয়াগাছিয়া গ্রামে শিশুটিকে সাপে ছোবল দেয়। সে ওই গ্রামের রাকিব খানের মেয়ে। 

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে ছিল। হঠাৎ চিৎকার দিলে স্বজনেরা ছুটে গিয়ে শিশুটির পায়ে কামড়ের দাগ দেখতে পান। এরপর সিঁড়ির নিচে সাপ দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি বমি করতে শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় শিশুটির। 

শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল। মেয়েটিকে বাঁচানো গেল না।’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ