হোম > সারা দেশ > মাদারীপুর

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডার রেলিংয়ে ধাক্কা, ৩ বন্ধু নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডার রেলিংয়ে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিন বন্ধু হলেন—উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (১৮) ও পাঁচ্চর গোয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে অয়ন (১৮) ও একই এলাকার কমল মন্ডলের ছেলে সীমান্ত (১৮)। তাঁরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বন্ধু মঙ্গলবার দুপুরে সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রিটেস্ট পরীক্ষা শেষে এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁদের মোটরসাইকেলটি বন্দরখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ড রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই পার্থ ও অয়নের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় সীমান্তকে স্থানীয় একটি হাসপাতালে নেন স্থানীয়রা। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল্লাহ মিয়া বলেন, ‘আমি খবরটি পেয়েছি। খুবই দুঃখজনক। ওরা প্রিটেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল।’ 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের গার্ড রেলিংয়ে ধাক্কা লাগে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ