হোম > সারা দেশ > মাদারীপুর

সন্ধ্যা হলেই স্টেডিয়ামে বসে মাদকসেবীদের আসর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর স্টেডিয়াম। ছবি : আজকের পত্রিকা

মাদারীপুরের স্টেডিয়ামে প্রায় বছরজুড়েই নানা ধরনের খেলাধুলার আয়োজন হতো। সেই প্রাণচাঞ্চল্যপূর্ণ ক্রীড়াঙ্গণ মাদারীপুর স্টেডিয়াম এখন রূপ নিয়েছে মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানায়। সন্ধ্যা হলেই স্টেডিয়ামে বসে মাদকসেবীদের আসর। গভীর রাত পর্যন্ত চলে মাদক বিক্রি ও সেবন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগসূত্রে জানা গেছে, একটা সময় মাদারীপুর স্টেডিয়ামে খেলাধুলা লেগেই থাকত। বেশ কয়েক মাস ধরে খেলাধুলা কমে যাওয়ায় স্টেডিয়াম ও তার আশপাশে এলাকা কিছুটা নীরব হয়ে গেছে। আর সেই সুযোগে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবনসহ কেনাবেচার কার্যক্রম। রাত যতই গভীর হয়, ততই বাড়ে মাদকসেবীদের উপস্থিতি। স্টেডিয়ামের বিভিন্ন কোণায় অন্ধকারে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবনের দৃশ্য এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পরে সাধারণ মানুষ ভয়ে স্টেডিয়াম এলাকায় যান না। মাদকসেবীদের জন্য নিজেদের সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে থাকেন স্থানীয় বাসিন্দারা। বেপরোয়া মাদকসেবীদের ভয়ে তাঁরা কোনো কিছু বলতে সাহস পান না। শহরের মধ্যে ও মাদারীপুর সদর মডেল থানার কাছে হওয়ার পরও মাদকসেবীদের দৌরাত্ম্যে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রবাসী বলেন, ‘আমরা শিশুদের নিয়ে মাঠে যেতে পারি না। ভয় হয়, কখন কী হয়ে যায়। স্টেডিয়াম এখন আর খেলার জায়গা নেই, হয়ে উঠেছে মাদকের হাট। তা ছাড়া এ ব্যাপারে কোনো প্রতিবাদ করলে মাদকসেবী ও মাদক কারবারিরা উল্টো হুমকি দেয়। তাই এখানকার কোনো বাসিন্দা এ নিয়ে কথা বলতে চান না।’ স্থানীয় কয়েকজন বলেন, ‘শহরের মধ্যে স্টেডিয়ামটি অবস্থিত। তা ছাড়া মাদারীপুর সদর মডেল থানাও কাছেই। তবুও কীভাবে এখানে সন্ধ্যা হলেই মাদকের আসর বসে, তা আমরা বুঝি না। সন্ধ্যার পর এখান দিয়ে হাঁটতেও ভয় লাগে। পুলিশ প্রশাসন যদি নিয়মিতভাবে এখানে অভিযান চালায়, আর মাদক কারবারি ও সেবনকারীদের ধরে নিয়ে জেলে দিত, তাহলে হয়তো এগুলো বন্ধ হতো।’

স্থানীয় অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে পুরো যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। বারবার আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

মাদারীপুরের সচেতন নাগরিক মেহেদী হাসান বলেন, অবিলম্বে স্টেডিয়ামে পুলিশি টহল ও নিয়মিত নজরদারির ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘স্টেডিয়ামটির কাছে পুরোনো বাসস্ট্যান্ড হওয়ায় এক শ্রেণির মানুষের সেখানে যাতায়াত আছে। পুলিশ প্রশাসন সব সময়ই ওখানে অভিযান চালাচ্ছে। বহুবার সেখানে অভিযান চালানো হয়েছে। একাধিক অভিযানের সময় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এ ব্যাপারে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ নিয়ে আরও জোরালোভাবে কাজ করা হবে, যাতে কেউ সেখানে এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে।’

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

৭৩ কৃষি কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তিতে কৃষকেরা

মাদারীপুরে ভূমিকম্প অনুভূত

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

একটাই ছেলে, ৪০ লাখ টাকা দিয়েও বাঁচাতে পারলাম না—লিবিয়ায় গুলিতে নিহত ইমরানের মায়ের আহাজারি