হোম > সারা দেশ > মাদারীপুর

ঘুরতে গিয়ে ভ্যান উল্টে ২ বন্ধুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ভ্যান উল্টে দুই শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত তাদের আরেক বন্ধুও আহত হয়।

নিহত রমজান কবিরাজ শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার জামাল কবিরাজের ছেলে ও রিফাত হোসেন একই এলাকার মনজুর হোসেনের ছেলে। এরা দুই বন্ধু মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল। 

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রমজান ও রিফাতকে ভ্যানে নিয়ে ঘুরতে বের হয় তাদের আরেক সহপাঠী ইব্রাহিম। ইব্রাহিম নিজেই ভ্যানটি চালাচ্ছিল। তারা ভবানীপুর এলাকায় আসলে একটি কুকুর দৌড়ে ভ্যানের চাকার নিচে চলে যায়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ করতে গেলে সেটি উল্টিয়ে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রমজান ও রিফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ইব্রাহিম জখম হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল চিকিৎসক বর্ণালী আক্তার বলেন, ‘দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত হয়েছে। বাকি একজন চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা কিছুটা ভালো। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের