হোম > সারা দেশ > মাদারীপুর

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপচালক ও সহকারীর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

নিহতদের মরদেহ ও পিকআপটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপের চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক আজকের পত্রিকাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন— ট্রাকচালক ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার বাচ্চু মিয়া এবং সহকারী ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মানিক।

প্রাইভেট কারচালক মো. আরাফাত হোসেনের বরাতে স্থানীয়রা জানায়, আজ ভোরের দিকে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। ঘন কুয়াশার কারণে সামনের গাড়ি ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ সময় সামনে থাকা একটি বাস একটি পিকআপকে ধাক্কা দিলে পিকআপটি ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের দুজনের মৃত্যু হয়। পেছনে থাকা প্রাইভেট কারটি বাসের পেছনে ধাক্কা লাগে। প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো আরোহী আহত হননি।

ওসি জহুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ ও পিকআপটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক (এটিএসআই) মো. মিজানুর রহমান জানান, বাসটি শনাক্ত করা না গেলেও এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ