হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

নিহত জামিলা আক্তার। ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার শিবচরে নিজ ঘর থেকে জামিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাত ৯টার দিকে শিবচর উপজেলার শিবরায়ের কান্দি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জমিলা একই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে ও ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী। 

জানা গেছে, তিন বছর আগে রাজবাড়ীর মুসা নামের এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় জামিলার। এরপর স্বামীকে নিয়ে শিবচরেই থাকতেন তিনি। তাঁদের দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

শুক্রবার সকালে খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী মুসার সঙ্গে কথাকাটাকাটি হয় জামিলার। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে যান। রাত ৯টার দিকে বসতঘরে জামিলার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে মুসাকে খবর দেওয়া হয়। জামিলাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে গৃহবধূকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ জানান, ঘরের দরজা ভেঙে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা