মাদারীপুর জেলার শিবচরে ট্রাক চাপায় ভ্যানযাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার যাদুয়ারচর এলাকার শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন-জিয়াসমিন বেগম (৩৫) ও মাহফুজা আক্তার (৭)। তাঁদের বাড়ি উপজেলার উত্তর বহেরাতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানে ৫ জন যাত্রী ছিলেন। বহেরাতলা এলাকা থেকে তাঁরা শিবচরের উদ্দেশ্যে আসছিলেন। দ্রুতগতির ট্রাকটি পেছন থেকে তাঁদের ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।