মাদারীপুরে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (২৮ জুন) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ঢাল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ব্যবহার নিষিদ্ধ পলিথিনভর্তি কাভার্ড ভ্যানটি বরিশাল যাচ্ছিল। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আমগ্রাম এলাকায় এলে হাইওয়ে পুলিশ গাড়িটিকে থামানোর জন্য সিগন্যাল দেয়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যান ভরা বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন দেখে ভ্যানটি জব্দ করা হয়। এরই মধ্যে কৌশলে চালক পালিয়ে যান।
মাদারীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুর রহমান বলেন, ‘পলিথিন জব্দের বিষয় আমরা অবগত হয়েছি। একটি কাভার্ড ভ্যান ভরা বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।’
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।