হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে গোপনে বিয়ে, স্বামীর বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে মারধর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে প্রেম করে বিয়ের পর স্বামীর বাড়ি যেতে চাইলে স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে খালিদ মৃধা নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর পরিবার শিবচর থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযুক্ত খালিদ মৃধা শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, খালিদ মৃধার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক তরুণীর। একপর্যায়ে পরিবারকে না জানিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর তাঁরা বিয়ে করেন।

এদিকে কয়েক দিন আগে বিষয়টি খালিদের পরিবারে জানাজানি হলে ওই তরুণীর সঙ্গে খালিদের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত সোমবার রাতে মেয়ের দুলাভাইয়ের বাড়িতে বসে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করেন খালিদ। পরে তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্বজনেরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় মেয়েটির মা শিবচর থানায় লিখিত অভিযোগ জানান।

ওই তরুণীর মা বলেন, ‘খালিদ আমার মেয়েকে গোপনে বিয়ে করেছে। পরে বাড়িতে উঠিয়ে না নিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে চেষ্টা করেও খালিদ মৃধার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির মা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ