নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে মাদারীপুরের শিবচরের পদ্মানদী থেকে চার জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় ৫ কেজি ইলিশসহ ৮০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
গতকাল রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ।
এর আগে শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযানে জব্দ করা হয় আরও ৫৬ হাজার মিটার জাল। জব্দ করা মোট ১ লাখ ৩৬ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য কার্যালয়। মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, গতকাল দুপুর পর্যন্ত অভিযানে ৪ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের সাজা দেবেন ভ্রাম্যমাণ আদালত।