হোম > সারা দেশ > মাদারীপুর

কৃষক লীগ নেতা হত্যাকাণ্ডের জেরে বসতঘর ও ইটভাটায় আগুন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আশপাশের আরও বেশ কয়েকটি বসতঘর ও ইটভাটায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার উপজেলার আলিনগর ইউনিয়নে রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষক লীগ নেতা মানিক সরদার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের বসতঘরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। পরে তাঁর সমর্থকেরা পাশের ৮-১০টি বসতঘর ও একটি ইটভাটায় পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ও বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন, আগুনের খবর পেয়ে মাদারীপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। একাধিক স্থানে আগুনের ঘটনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, মানিক সরদার হত্যাকাণ্ডের জেরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বসতঘরসহ বেশ কয়েকটি ঘর ও ইটভাটায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। তাদের ধারণা, মানিককে সাবেক চেয়ারম্যান মিলন সরদারের লোকজন হত্যা করেছে। কিন্তু আইন হাতে তুলে নেওয়া কারোরই ঠিক হয়নি। দুটি ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযান চলছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ফাঁসিয়াতলা বাজার থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক মানিক সরদার। 

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ