হোম > সারা দেশ > মাদারীপুর

শিমুলিয়া-বাংলাবাজারে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ 

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে সকাল থেকে নৌরুটে ৫টি কেটাইপ ফেরি চলছিল। এদিকে হঠাৎ করেই ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পার হওয়ার জন্য অপেক্ষায় থাকা যানবাহন চালকেরা বিপাকে রয়েছে। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, পদ্মায় স্রোত বেশি থাকায় বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। বুধবার দুপুর আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। স্রোতের কারণে ফেরিগুলো পদ্মাসেতুর চ্যানেল পার হতে গিয়ে ঝুঁকির মুখে পড়ে। এই কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলো। 

ঘাটের একটি সূত্র জানায়, বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পদ্মাসেতু অতিক্রম করার সময় প্রবল স্রোতের মুখে পড়ে ফেরিগুলো সামনের দিকে এগোতে পারে না। ঘূর্ণিস্রোত থাকায় ফেরিগুলো ওই স্থানে এসে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এ অবস্থায় নৌরুটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বাধার মুখে পরে। পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিআইডব্লিইটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'স্রোতের কারণে দুপুর আড়াইটা থেকে আপাতত ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা বলা যাচ্ছে না।'

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান