হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি, ছুরি-চাকু উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

শিবচরে গণপিটুনির শিকার চার ব্যক্তি। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়। তাঁদের কাছ থেকে ছুরি ও চাকু উদ্ধার করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোল্লারহাটের কাচনা এলাকার সোহরাব মীর (২৫), মেহেদী মীর (২৪), ভান্ডারখোলা এলাকার বশির শেখ (২৮) ও নগরকান্দা এলাকার রাজু শেখ (২৮)।

জানা গেছে, আজ রোববার (১৬ মার্চ) ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে চার ব্যক্তি নামেন। এ সময় তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা নাম-পরিচয় জানতে চায়। চার আগন্তুকের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এর মধ্যে একজন হঠাৎ ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন মিলে চারজনকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় রাকিব নামের এক ব্যক্তি বলেন, ‘ছুরি বের করলে স্থানীয় লোকজন চারজনকে ধরে ফেলে। তবে অ্যাম্বুলেন্সটি নিয়ে ওই সময় অন্যরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে আরও ডাকাত ছিল। দেশীয় অস্ত্রও থাকতে পারে।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের কাছ থেকে ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা