হোম > সারা দেশ > মাদারীপুর

ইঁদুর ধরার ফাঁদে আটকা পড়ল গন্ধগোকুল

মাদারীপুর প্রতিনিধি

ফাঁদে ধরা পড়া গন্ধগোকুল। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে ইঁদুর ধরার ফাঁদ থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদারীপুরের বন বিভাগ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন।

এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকায় এটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদী এলাকার কৃষক মনির তালুকদার তাঁর বাড়ির পাশে একটি বাগানে ইঁদুর মারা জন্য খাঁচা পেতে রাখেন। রাতে বাগানে গেলে তিনি দেখতে পান একটি বিরল প্রজাতির প্রাণী খাঁচাতে আটকে আছে। পরে তিনি খাঁচাটি বাড়িতে নিয়ে এসে অন্য একটি বড় খাঁচায় সংরক্ষণ করেন। এ ধরনের প্রাণীর খবর পেয়ে আশপাশের লোকজন এক নজর দেখার জন্য মনির তালুকদারের বাড়িতে ভিড় করেন।

আজ বুধবার দুপুরে খবর পেয়ে মাদারীপুর বন বিভাগ থেকে লোক এসে প্রাণীটিকে অবমুক্ত করার জন্য নিয়ে যান। এ সময় তারা বলেন, বিরল এই গন্ধগোকুল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

স্থানীয় মহসিন, আরিফুর রহমান, ফয়সাল, কাওসার জানান, বিলুপ্ত এই প্রাণীটিকে কেউ তাল খাটাশ, কেউ ভোন্দর, আবার কেউ সাইরেল বলছেন। মূলত বনজঙ্গল ও পুরোনো এলাকার গাছপালায় এই প্রাণীটিকে দেখা যায়। এর শরীর থেকে পোলাও চালের মতো সুগন্ধ বের হয়। তাই এর নাম গন্ধগোকুল।

মাদারীপুরের বন বিভাগ অফিসের বাগান মালি মো. হুমায়ুন কবির বলেন, ‘এক সময়ে গন্ধগোকুল প্রাণী অনেক দেখা যেত। তবে এখন আর দেখা যায় না। খবর পেয়ে আমরা প্রাণীটি নিয়ে এসেছি। পরে এই বিরল প্রাণীটিকে খুলনা বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর